রামনবমীতে ডেবরার শোভাযাত্রায় চমক - বিশাল হনুমান মূর্তি ও আদিবাসী নৃত্যে মাতোয়ারা জনতা
ব্যাপম আর ত্রিপুরায় কি হয়েছিল ? বাংলাকে ভাতে মারার চাল বিরোধীদের ! বড় চ্যালেঞ্জ করলেন মমতা
গাজায় খাদ্য নেই, নিরাপত্তা নেই—ইজরায়েলি হামলায় দগ্ধ সাংবাদিক
আগে যোগ্যদের দেখি তারপর বাকিটা দেখব ! এ কি বললেন মমতা ব্যানার্জি
কোর্টের কাছে ক্লারিফিকেশন চাইবো ! বড় দাবি করলেন মমতা ব্যানার্জি
চাকরি বাতিলের দায় সিপিএমের উপর চাপালেন মুখ্যমন্ত্রী ! দেখুন বড় খবর
শুল্ক নাকি ওষুধ? বাণিজ্য যুদ্ধের মুখে বিশ্ব! ট্রাম্প বললেন, 'আমরা জিতব'
‘বিহারে বিভ্রান্তি ছড়াবেন’, রাহুলকে নিয়ে বললেন কেন্দ্রীয় মন্ত্রী
ফের বিশ্বগুরুর শিরোপা অর্জন করবে ভারত ! বড় দাবি করলেন যোগী আদিত্যনাথ

মায়ের সঙ্গে পর পরপুরুষের সম্পর্ক! হাতে-নাতে ধরতেই মন্দিয়ে নিয়ে গিয়ে বিয়ে দিল মেয়ে

মায়ের সঙ্গে পর পরপুরুষের সম্পর্ক। হাতে-নাতে ধরতেই মন্দিয়ে নিয়ে গিয়ে বিয়ে দিল মেয়ে।

author-image
Tamalika Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
balurghat

নিজস্ব সংবাদদাতা: বাবা মারা যেতেই মা অন্য পুরুষে আসক্ত হয়ে পড়ে। রাতে বাড়িতে লোকজন আসতে দেখা যায়। মেয়ের কাছেও সেই খবর ছিল। পাড়া প্রতিবেশী থেকে মেয়ে সবাই মাকে হাতে-নাতে ধরার অপেক্ষায় ছিল। মাকে অন্য পুরুষের সঙ্গে হাতে-নাতে ধরতেই মন্দিরে নিয়ে যাওয়া হয়। দুজনের বিয়ে দেয় মেয়ে। ঘটনার পরেই চাঞ্চল্য দেখা দিয়েছে। অনেকেই এই ঘটনার সঙ্গে খাপ পঞ্চায়েতের তুলনা করছেন। ঘটনাটি বালুরঘাটে ঘটেছে বলে জানা গিয়েছে। 

মহিলার মেয়ে বলছেন, “ঘনিষ্ঠ অবস্থাতেই ওদের হাতেনাতে ধরেছি। অনেকদিন থেকেই চেষ্টা করছিলাম ধরার। শেষ পর্যন্ত পাড়ার লোকেদের তৎপরতায় ওদের ধরতে পেরেছি। ২০২৩ সালে বাবা মারা গিয়েছে। তারপর থেকে ওরা এসব করে যাচ্ছিল। এখন ওদের বিয়ে দেওয়া হয়েছে। এবার ওরা যা পারে করুক। অন্যদিকে, মহিলার দিদি প্রায় একই কথা বলেন। তিনি বলেন, রাত বিরেতে লোক নিয়ে আসতো। আমরা হাতে-নাতে ধরেছি। বিয়ে দিয়ে দিয়েছি। এবার সংসার করুক। কিন্তু এই পাড়ায় যেন না আসে।  ডিএসপি হেড কোয়ার্টার বিক্রম প্রসাদ বলেন, “খবর পেয়ে দু’জনকে থানায় নিয়ে আসা হয়েছে৷ পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।”