নিজস্ব সংবাদদাতা : আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে নিজের বক্তব্য রাখতে গিয়ে ফের একবার বিরোধীদের নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই বিষয়ে তিনি বলেন, ''আমি জানি যে এই চাকরি যাওয়ার পিছনেও, অনেক ধরণের খেলা চলছে। মুখ আর মুখোশধারী লোকেরা নিজেদের ইচ্ছামতো করে, মানুষের চাকরি খাচ্ছে। কিন্তু আমি আপনাদের আশ্বাস দিচ্ছি যে, আমি থাকতে কেউ আপনাদের চাকরি খেতে পারবে না।''
/anm-bengali/media/media_files/mScpM13tM0plEK8JDETS.webp)
এরপর তিনি বলেন, ''ব্যাপম কাণ্ডে কি হয়েছিল, তা আমরা সবাই দেখেছি। কিন্তু সেখানে কতজনের শাস্তি হয়েছিল ? ত্রিপুরাতেও ওরা দশ হাজার জনের চাকরি খেয়েছে। ওরা বলেছিল আমরা ক্ষমতায় এলে সবার চাকরি ফিরিয়ে দেব। কিন্তু পরে যখন যোগ্যরা চাকরি চাইতে যায়, তখন তাদের মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল। এরা (বিরোধীরা) বাংলাকে ভাতে মারতে চায়। কারণ এরা বাংলার মেধাকে ভয় পায়।''