নিজস্ব সংবাদদাতা : আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে নিজের বক্তব্য রাখতে গিয়ে ফের বড় দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেন, ''আমরা আগে যোগ্যদের কথা ভেবে দেখব। তারপর আমি বাকিদের কথা ভেবে দেখব।''
/anm-bengali/media/media_files/i6mr4T6rh81t4ghal7eb.jpg)
এরপর তিনি বলেন, '' এই বিষয়ে আমরা প্রথমে এটা যাচাই করবো যে, কেন বাকিদের অযোগ্য বলা হচ্ছে। তাদের বিরুদ্ধে ঠিক কি কি অভিযোগ আছে ? তাদের বিরুদ্ধে কতগুলি প্রমান আছে ? আর কি কি প্রমান আছে ? যদি অযোগ্য প্রমান হন, তখন আমার কিছু করার নেই, কিন্তু আমি বাকিটা অবশ্যই ভেবে দেখব। মনে রাখবেন আমি ইচ্ছাকৃত কারোর চাকরি চলে যেতে দেব না।''