নিজস্ব সংবাদদাতা: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সোচ্চার সুকান্ত মজুমদার। বললেন, 'দলবল নিয়ে জেলে যাওয়া উচিত মুখ্যমন্ত্রীর, চোরেদের বাইরে থাকার অধিকার নেই'। এখানেই শেষ নয়, তিনি আরো বললেন, 'তৃণমূলের নেতাদের থেকে টাকা ফেরত পেতে গাছে বাঁধুন'। 'গাথে বেঁধে উত্তমমধ্যম দিন '।
/anm-bengali/media/media_files/2025/03/17/FZm0oUbwRwiYR6COwOWX.jpg)