‘বিহারে বিভ্রান্তি ছড়াবেন’, রাহুলকে নিয়ে বললেন কেন্দ্রীয় মন্ত্রী

'তিনি এসেছেন এবং বিভ্রান্তি ছড়াবেন'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
giriraj rahul.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: আজ রাহুল গান্ধীর বিহার সফর। যা নিয়ে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে বিহার রাজনীতিতে। এই সম্পর্কে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং এদিন বলেন, “বিহারে তার সফরের কোনও প্রভাব পড়বে না। তিনি এসেছেন এবং বিভ্রান্তি ছড়াবেন। বিহারে নীতিশ কুমার এবং প্রধানমন্ত্রী মোদীর সরকার আছে। তিনি 'ভাগ্য'-এর রঙ ঘৃণা করেন এবং তাই তিনি সাদা টি-শার্ট পরেন”।

giriraj hjy.jpg