‘বিতর্কিত’ চার অঞ্চল ছেড়ে দিতে হবে রাশিয়াকে ! শান্তির পথে আসতে এই বার্তাই দিলেন ট্রাম্পের দূত
এবার ইউক্রেনের প্রাকৃতিক সম্পদ আয়ে নজর পড়েছে আমেরিকার !
ইউক্রেনের সুমি সীমান্তে উত্তেজনা, রুশ অগ্রগতি রুখতে অতিরিক্ত সেনা মোতায়েন ইউক্রেনের
ওয়াকফ বিরোধী বিক্ষোভে ব্যাপক ক্ষতিগ্রস্থ ধুলিয়ান গঙ্গা ও নিমতিতা স্টেশন ! দেখুন লেটেস্ট আপডেট
সুতী ও সামশেরগঞ্জে মোতায়েন করা হল নিরাপত্তা বাহিনী ! দেখুন এই মুহূর্তের বড় খবর
বড় খবর ! রাতেই রাজ্যে এসে পৌঁছালেন অমিত শাহ
পর্তুগাল ও স্লোভাকিয়ায় ৪ দিনের রাষ্ট্রীয় সফর শেষে দিল্লি ফিরলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
জঙ্গিপুরের সুতী ও সামসেরগঞ্জের পরিস্থিতি নিয়ন্ত্রণে ! টুইট করে দাবি করলো পশ্চিমবঙ্গ পুলিশ
ওয়াকফ বিলের বিরোধীতায় মানববন্ধন!

শুল্ক নাকি ওষুধ? বাণিজ্য যুদ্ধের মুখে বিশ্ব! ট্রাম্প বললেন, 'আমরা জিতব'

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন শুল্ক নীতিকে 'ওষুধ' বলে দাবি। এই ঘোষণার পর বিশ্ববাজারে ব্যাপক ধস। চিনও পাল্টা জবাব দিয়েছে।

author-image
Debapriya Sarkar
New Update
Tariffs

নিজস্ব সংবাদদাতা : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমদানি করা পণ্যের ওপর নতুন করে ট্যারিফ বসানোর এই বিষয়টিকে 'ওষুধ' বলে ব্যাখ্যা করেছেন। এই প্রসঙ্গে তিনি বলেন দেশের অর্থনীতি সুস্থ করতে এই ওষুধ দরকার। তবে ট্রাম্পের এই ঘোষণার পরই আন্তর্জাতিক শেয়ার বাজারে বড় ধস নামে। হংকং, জাপান ও চিনের শেয়ার বাজার মারাত্মকভাবে পড়ে যায়। এমনকি আমেরিকার বাজারেও বড়সড় ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।

Tariffs

চিন পাল্টা পদক্ষেপ নিয়ে আমেরিকার পণ্যে অতিরিক্ত শুল্ক বসিয়েছে। এতে দু’দেশের মধ্যে স্বাভাবিক বাণিজ্য প্রায় বন্ধ হওয়ার মুখে। অনেক পণ্যের ওপর মোট শুল্ক ৫০ শতাংশের বেশি হয়ে গেছে। বিশ্বের অর্থনীতিবিদরা বলছেন, এই পরিস্থিতি যদি দীর্ঘস্থায়ী হয়, তবে বিশ্বজুড়ে মন্দা দেখা দিতে পারে। ইউরোপ ও ব্রিটেনও এই ট্যারিফের ফলে বড় ক্ষতির মুখে পড়তে পারে। কিন্তু ট্রাম্প তাঁর অবস্থানে অনড়। তিনি বলেন, "আমি কোনো দেশের সঙ্গে ঘাটতি রাখতে চাই না। আমরা জিতব, আর এই লড়াই সহজ হবে না।" বিশ্বজুড়ে বিনিয়োগকারীরা এখন দুশ্চিন্তায়। সবাই তাকিয়ে এই 'ওষুধ' আদৌ কাজ করে কিনা, না কি নতুন করে আর্থিক সংকট তৈরি হবে, সেই দিকে।