নিজস্ব সংবাদদাতা: সোমবার শেয়ার বাজারে আবার ধস নামলো। সেনসেক্স পড়ল ২২২৭ পয়েন্ট বা প্রায় ৩ শতাংশে। নিফটির পতন হলো
প্রায় ৭৪৩ পয়েন্ট বা ৩.২৪ শতাংশ। পতন ঘটল ধাতু, রিয়েলটি, গণমাধ্যম, গাড়ি, ওষুধ সহ সব সেক্টরের। জানা যাচ্ছে, বিপুল ডলার লগ্নি ভারত থেকে বেরিয়ে যাচ্ছে। পাশাপাশি, একদিনে সিমেন্স কোম্পানিতে ধস, তারা খোয়িলো ৪৩ শতাংশ শেয়ার মূল্য। একদিনে প্রায় কয়েক লক্ষ কোটি টাকা উধাও লগ্নিকারীদের।