নিজস্ব সংবাদদাতা : এবার চাকরি বাতিলের দায় সিপিএমের ঘাড়ে চাপালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেন, ''আমি সিপিএমের একজনেরও চাকরি খাইনি, আজ বিকাশ বাবুকে জবাব দিতে হবে তিনি এই চাকরি বাতিলের মামলা করলেন কেন ? ওনাকে রাজনৈতিক ভাবে একঘরে করা উচিৎ।''
/anm-bengali/media/media_files/2025/02/06/0WZGR2xePtqadt56tTAl.jpg)
এরপর তিনি বলেন, ''আমি জেনেশুনে কোনওদিন কারোর চাকরি খায়নি, কাউকে শাস্তি দিইনি। যদি ভুল হয়ে থাকে তাহলে আলোচনা করা যেতে পারতো। মামলা করে চাকরি খাওয়ার কি ছিল ?''