চাকরি বাতিলের দায় সিপিএমের উপর চাপালেন মুখ্যমন্ত্রী ! দেখুন বড় খবর

কি বললেন মুখ্যমন্ত্রী ?

author-image
Debjit Biswas
New Update
Mamata Banerjee

নিজস্ব সংবাদদাতা : এবার চাকরি বাতিলের দায় সিপিএমের ঘাড়ে  চাপালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেন, ''আমি সিপিএমের একজনেরও চাকরি খাইনি, আজ বিকাশ বাবুকে জবাব দিতে হবে তিনি এই চাকরি বাতিলের মামলা করলেন কেন ? ওনাকে রাজনৈতিক ভাবে একঘরে করা উচিৎ।''

Mamata

এরপর তিনি বলেন, ''আমি জেনেশুনে কোনওদিন কারোর চাকরি খায়নি, কাউকে শাস্তি দিইনি। যদি ভুল হয়ে থাকে তাহলে আলোচনা করা যেতে পারতো। মামলা করে চাকরি খাওয়ার কি ছিল ?''