নিজস্ব সংবাদদাতা : রবিবার রামনবমী উপলক্ষে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরায় অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য শোভাযাত্রা। বজরং দলের আয়োজনে ডেবরার বাড়াগড় থেকে শুরু হয়ে এই শোভাযাত্রা পৌঁছায় ডেবরা বাজারে। হাজারেরও বেশি মানুষ অংশ নেন এই মঙ্গলময় যাত্রায়।
শোভাযাত্রার মূল আকর্ষণ ছিল বিশাল আকৃতির হনুমানজীর মূর্তি। সঙ্গে ছিল ধামসা-মাদল সহযোগে আদিবাসী নৃত্যের ছন্দ, আর ডিজের তালে তালে উচ্ছ্বাসে মেতে ওঠে এলাকার মানুষ। ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশের সঙ্গে উৎসবের আবহে দিনটি রঙিন হয়ে ওঠে ডেবরার রাস্তায়। অনুষ্ঠান ঘিরে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা এবং স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ ও অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।