নিজস্ব সংবাদদাতা: পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের ফরিদপুরে নবনির্মিত গোল্ডহাব পরিদর্শন করলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ, সেচ ও কৃষি কর্মাধ্যক্ষ আশিস হুদাইত, দাসপুর-২ বিডিও প্রবীর কুমার সিট ও জেলা পরিষদের সদস্য প্রতিমা দোলই, সেচ দপ্তরের ইঞ্জিনিয়ার ও এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সহ অন্যান্যরা। সাত কোটি 86 লক্ষ টাকা ব্যয়ে তৈরি এই হাব আগামী কয়েক মাসের মধ্যেই উদ্বোধন হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ হাবের সমস্ত দিক খতিয়ে দেখলেন তাঁরা। প্রাথমিক পর্যায়ে সাড়ে চারশ শ্রমিক কাজের সুযোগ পাবে। ইতিমধ্যেই ১৯ জন ব্যবসায়ী নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। হাবে নির্মাণ সোনার গয়না দেশের বিভিন্ন রাজ্যে রপ্তানি করা হাবে।। আশা করা যাচ্ছে কয়েক হাজার স্বর্ণশিল্পী উপকৃত হবেন। এখন দেখার কবে এই হাবটি উদ্বোধন হয়।
/anm-bengali/media/media_files/XenOLKmjQLeUuhIuuGkv.jpg)