নিজস্ব সংবাদদাতা : বিশ্বমঞ্চে ফের বিশ্বগুরুর শিরোপা অর্জন করবে ভারত, আজ এমনই দাবি করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এই প্রসঙ্গে তিনি বলেন, “এখনকার পৃথিবীতে এক প্রতিযোগিতার যুগ চলছে। একসময় শিক্ষা ও প্রযুক্তিতে ভারত সারা বিশ্বের মধ্যে শীর্ষে ছিল, তখন আমাদের 'বিশ্বগুরু' বলা হত। ব্রিটিশরা আমাদের সম্পদ লুট করে নিয়ে গিয়ে, নিজেদের দেশকে কাঁচামালের কেন্দ্র করে তুলেছিল। তবুও ভারত এগিয়েছে।”
/anm-bengali/media/media_files/27vKAXqyXcb86bi2HTtT.JPG)
এরপর তিনি বলেন, “আজ ভারত বিশ্বের অন্যতম বৃহত্তম অর্থনীতি। গত ১০ বছরে দেশে অভূতপূর্ব অগ্রগতি হয়েছে, প্রায় প্রতিটি ক্ষেত্রেই কিছু না কিছু অবদান ভারতের থাকছে।”