কোর্টের কাছে ক্লারিফিকেশন চাইবো ! বড় দাবি করলেন মমতা ব্যানার্জি

বড় দাবি করলেন মমতা ব্যানার্জি।

author-image
Debjit Biswas
New Update
Mamata Banerjee

নিজস্ব সংবাদদাতা : এবার কোর্টের কাছে ক্লারিফিকেশন চাওয়ার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

mamata banerjee

আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মুখ্যমন্ত্রী বলেন, ''সুপ্রিম কোর্ট এখনও পর্যন্ত যোগ্য-অযোগ্য বাছাই করতে পারেনি। তাই আমরা প্রথমে কোর্টের কাছে ক্লারিফিকেশন চাইবো, যে এতদিন স্কুলের শিক্ষাব্যবস্থার কি হবে ? আশা করি সুপ্রিম কোর্ট নিজেই পথ বলে দেবে। আপনাদের কাউকেই এখনও নোটিস দেওয়া হয়নি। আপনারা ভলেন্টিয়ারি কাজ করতেই পারেন। সুপ্রিম কোর্ট যোগ্য অযোগ্যদের লিস্ট তুলে না দেওয়া পর্যন্ত, আপনারা কাজ করুন। আমরা যোগ্যদের চাকরি চলে যেতে দেব না। যদি না দেয় তাহলেও সরকার আপনাদের পাশে থাকবেন। আমাদের প্ল্যান বি রেডি আছে।''