নিজস্ব সংবাদদাতা: ফের বাড়লো রান্নার গ্যাসের দাম। একধাক্কায় অনেকটা বাড়ল রান্নার গ্যাসের দাম। সম্প্রতি এই ঘোষণা করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। সোমবার দিন তিনি এই ঘোষণা করেছেন। জানা যাচ্ছে, এবার সাধারণের ব্যবহৃত গ্যাসের পাশাপাশি উজ্জ্বলা যোজনার আওতায় থাকা গ্যাসের দামও বেড়েছে৷
/anm-bengali/media/media_files/8bmKTuRt4rvKBiTjgQei.jpg)
একলাফে 50 টাকা বেড়েছে গ্যাসের দাম। নতুন দাম কার্যকর হতে হবে মধ্যরাত থেকেই।