নিজস্ব সংবাদদাতা: শস্য বীমার দাবিতে বিক্ষোভ দেখালেন কৃষকরা। করলেন আন্দোলন। হাতে প্লাকার্ড নিয়ে রাজ্য সড়ক অবরোধ করলেন ও কৃষি দপ্তরে বিক্ষোভ দেখালেন তাঁরা। জানা যাচ্ছে, ২০২৪ সালে বন্যায় বহু কৃষি ফসলের ক্ষতি হয়েছে। আগে ব্লক প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছিল যে, ক্ষতিগ্রস্ত কৃষকেরা শস্য বীমায় ক্ষতিপূরণ পাবেন। কিন্তু তারপরেও বেশ কয়েক মাস কেটে গেছে, তাও মেলেনি শস্য বীমার ক্ষতিপূরণের টাকা। এ নিয়ে প্রশাসনকে জানিয়েও কাজের কাজ কিছু হয়নি। পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের কৃষি দপ্তরের অফিসে তাই বিক্ষোভে সামিল চন্দ্রকোনা ৪ নম্বর মানিককুন্ডু গ্রাম পঞ্চায়েতের শতাধিক ক্ষতিগ্রস্ত কৃষকেরা। সূত্রের খবর, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ক্ষীরপাই ফাঁড়ি এবং পরে চন্দ্রকোনা থানার পুলিশ। ঘটনাটি সম্পর্কে, চন্দ্রকোনা এক নম্বর ব্লকের সহ কৃষি অধিকর্তা সঞ্জয় মন্ডল বলেন, "কৃষকদের বীমা দেওয়ার বিষয়ে আমার কিছু করার নেই। ব্লকের কোন সমস্যা নয়, এটা জেলা ও রাজ্য বিষয়টি দেখে। দীর্ঘক্ষণ ধরে চলছে বিক্ষোভ।"
/anm-bengali/media/post_banners/EQ9dbrINAUp06x5QW4Fi.jpg)