কলেজ স্কোয়ার-ধর্মতলা পর্যন্ত মিছিল এসইউসিআইয়ের
স্ত্রীকে ফোন উপহার দেওয়ায় রাগ ! প্রেমিকের কান কামড়ে ছিঁড়ে নিলেন স্বামী
রাম নবমীর শোভাযাত্রায় সামিল ইসলাম ধর্মের মানুষরাও
সেন্ট্রাল অ্যাভিনিউয়ে বিজেপি যুবমোর্চার বিক্ষোভ
'কুকুর বেড়াল মারবেন না, চাকরি চোরদের ছাড়বেন না', পোস্ট সৃজন ভট্টাচার্যের
ভাইয়ের সামনেই যুবতীকে গণধর্ষণ ! গ্রেফতার দুই
পয়লা বৈশাখ স্পেশাল ছেলেদের সাজ
চাকরি বাতিলের জন্য সম্পূর্ণ দায়ী তৃণমূল সরকার ! এবার চাকরি বাতিল প্রসঙ্গে বড় দাবি করলেন মিঠুন চক্রবর্তী
হিন্দুত্ব এবং বালাসাহেব ঠাকরের আদর্শ ছেড়ে দিয়েছেন উদ্ধব ঠাকরে ! কেন এমন দাবি করলেন একনাথ শিন্ডে ?

নাম না করে সিপিআইএমকে বিশ্বাসঘাতক বলে কটাক্ষ করেছেন কংগ্রেসের রাজ্য ইনচার্জ সেক্রেটারি আম্বাপ্রসাদ সিং

কংগ্রেসের রাজ্য ইনচার্জ সেক্রেটারি আম্বাপ্রসাদ সিং সিপিআইএমকে বিশ্বাসঘাতক বলার পাশাপাশি ২৫ বছর ধরে কংগ্রেসের ক্ষতি করার অভিযোগ তুলে ধরেন।

author-image
Debapriya Sarkar
New Update

নিজস্ব সংবাদদাতা : নাম না করে সিপিআইএমকে বিশ্বাসঘাতক বলে কটাক্ষ করেছেন কংগ্রেসের রাজ্য ইনচার্জ সেক্রেটারি আম্বাপ্রসাদ সিং। তিনি বলেন, গত ২৫ বছর কংগ্রেস এককভাবে নির্বাচনে অংশ নিয়েছে, কিন্তু সহযোগী দলগুলি কংগ্রেসের সাহায্য নিয়ে ক্ষমতায় এসে পরবর্তীতে কংগ্রেসকে ক্ষতি করেছে। তার মতে, পার্টি ভাঙার কাজ করা হয়েছে এবং একসাথে কাজ করার যে কথাটি ছিল, তা সঠিকভাবে বাস্তবায়িত হয়নি। তিনি আরও বলেন, কংগ্রেসের এই সমস্যাগুলোর সঠিক নির্ণয় করে দলের ভবিষ্যৎ ঠিক করা হবে।

publive-image

আজ ঝাড়গ্রামে একটি আলোচনাসভায় রাজ্য কংগ্রেস সভাপতি, অবজারভার এবং জেলার অন্যান্য নেতা-কর্মীদের সঙ্গে তিনি বৈঠক করেন। রাজ্য সভাপতি জানান, কংগ্রেসকে আরও শক্তিশালী করতে এবং ২০২৬ সালের নির্বাচনের প্রস্তুতি নিতে তারা অঞ্চল থেকে জেলাস্তরের নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করছেন। রাজ্য সরকার এবং কেন্দ্রের বিরুদ্ধে অ্যান্টি-পিউপিল কাজের অভিযোগ তুলে আন্দোলন সংগঠিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

publive-image

এছাড়া, আম্বাপ্রসাদ সিং তৃণমূল ও বিজেপির মধ্যে "ম্যাচ ফিক্সিং"-এর অভিযোগ তুলে বলেন, এর ফলস্বরূপ পশ্চিমবঙ্গে উন্নয়ন থমকে গেছে এবং অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তিনি আরও বলেন, কংগ্রেসের রাজ্য সভাপতি বা নেতৃত্ব কখনও জেলা স্তরের সাধারণ কর্মীদের সঙ্গে কথা বলেননি, তবে আজকের এই উদ্যোগে জেলা কর্মীরা খুশি।