মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া! মোদীর ছবি পুড়িয়ে প্রতিবাদ

কিসের জন্য এই প্রতিবাদ?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-04-03 at 2.57.54 PM

নিজস্ব প্রতিনিধি, খড়গপুর: ওষুধের মূল্য বৃদ্ধিতে রাজ্যজুড়ে প্রতিবাদের ডাক দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার পথে নামার হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তবে, শুক্রবার নয় বৃহস্পতিবারই সাত সকালে আইআইটি খড়গপুরের মেইন গেটের বাইরে বিক্ষোভ দেখাল ৩০ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস ও শ্রমিক সংগঠনের কর্মী ও সমর্থকরা। 

প্রথমে মিছিল আর তারপর মোদীর ছবিতে কালি লাগিয়ে ছবি পুড়িয়ে বিক্ষোভ দেখাল তৃণমূল কর্মী-সমর্থকরা। এই দিন প্রায় শতাধিক তৃণমূল কর্মী-সমর্থকেরা আইআইটি গেটের বাইরে বিক্ষোভে সামিল হন। উপস্থিত ছিলেন খড়গপুর পৌরসভার ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবাশীষ সেনগুপ্ত ও আইএনটিটিইউসির জেলার সহ-সভাপতি আইয়ুব আলী।

Medicine