নিজস্ব সংবাদদাতা : এবার ওয়াকফ সংশোধনী বিল ইস্যুতে উদ্ধব ঠাকরকে চরম আক্রমণ করলেন মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। তিনি বলেন, ''ওয়াকফ সংশোধনী বিলের বিরোধিতা করে উদ্ধব ঠাকরে আর ওর দল তাদের প্রকৃত রূপ দেখিয়েছে। উদ্ধব ঠাকরে পুরোপুরি হিন্দুত্ব এবং বালাসাহেব ঠাকরের আদর্শ ছেড়ে দিয়েছেন।''
/anm-bengali/media/media_files/BzJCYws1Ci2vZklBiqJL.jpg)
এরপর তিনি বলেন, "উদ্ধব ঠাকরের এই অবস্থান তার সবচেয়ে বড় অপরাধ। তার সমর্থক ও বন্ধুরাও আজ লজ্জিত।"