নিজস্ব সংবাদদাতা: পয়লা বৈশাখে মেয়েদের তুলনায় ছেলেদের সাজ নিয়ে আমাদের সমাজে বাহুল্যতা একদমই নেই। সাজের পুরোটাই মূলত পোশাকেই ফুটে ওঠে। তবে সারাদিন রোদে থাকলে ত্বকের যত্নে ছাড় দেওয়া উচিত না। ত্বক যেন রোদে পুড়ে না যায় সেজন্য সানস্ক্রিন লোশন মাখবেন। চাইলে চুলে জেল লাগান, তবে হেয়ারফলের সমস্যা থাকলে জেল না লাগানোই ভালো।
হাতে পরুন একটি স্টেটমেন্ট ঘড়ি। বাজারে এখন ছেলেদের বিভিন্ন ধরনের ব্রেসলেট পাবেন। ঘড়ি না পরতে চাইলে সেগুলোও পরতে পারেন। আর রোদ থেকে বাঁচতে অবশ্যই সানগ্লাস ব্যবহার করবেন।
সবশেষে, বাঙালিদের উৎসবের এই দিনে আপনার পছন্দটাই আসল। পোশাকে আর ফ্যাশনে অন্যদের থেকে একটু আলাদা হয়ে উপভোগ করুন বছরের এই দিনটি।
/anm-bengali/media/post_attachments/736x/7d/4b/ab/7d4bab5614c6460e9741aef56f863c5b-257551.jpg)