হরি ঘোষ, দুর্গাপুর: দুর্গাপুরের নেপালি পাড়া হিন্দি উচ্চ বিদ্যালয়ের ৮ জন শিক্ষক-শিক্ষিকার চাকরি বাতিল। জেমুয়া ভাদুবালা উচ্চ বিদ্যালয়ের ৪ জন শিক্ষক-শিক্ষিকার চাকরি বাতিল। এবার স্কুল কিভাবে চলবে সেই আশঙ্কায় প্রধান শিক্ষকরা। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রায়ে ২০১৬- এর এসএসসির পুরো প্যানেল বাতিল হয় ও বাতিল হয় প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকার চাকরি। তার মধ্যে দুর্গাপুরের নেপালি পাড়া হিন্দি উচ্চ বিদ্যালয়ের ৮ জন শিক্ষক-শিক্ষিকার পাশাপাশি দুর্গাপুরের জেমুয়া ভাদুবালা উচ্চবিদ্যালয়ের ৪ জন শিক্ষক শিক্ষিকাও আছেন।
দেশের সর্বোচ্চ আদালতের রায় শোনার পরেই মাথায় হাত পড়ে নেপালিপাড়া হিন্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডা. কলিমুল হকের। তিনি বলেন, "আমাদের স্কুলে ৪২০০ জন পড়ুয়া রয়েছে। ৩৩ জন শিক্ষক-শিক্ষিকা রয়েছে। তাদের মধ্যে ৮ জনের চাকরি বাতিল হল। এবার আমরা স্কুল চালাব কি করে? মহামান্য আদালতের নির্দেশ নিয়ে আমার প্রশ্ন তোলার কিছু নেই। তবে আমি মহামান্য আদালতের কাছে অনুরোধ করছি যারা যোগ্য তাদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক। যারা যোগ্য তাদের চাকরি চলে গেলে তাদের কিভাবে সংসার চলবে? এবার শিক্ষা দফতর কি ব্যবস্থা নেয় সেই দিকেই তাকিয়ে রয়েছি আমরা"। চাকরি বাতিলের পর কাঁদতে কাঁদতে সুনিমা মন্ডল বলেন, "আমাদের কি ভুল ছিল? সমস্ত কিছু যাচাই করার পর চাকরিতে নিয়োগ করা হয়েছিল। আজ আমাদের চাকরি বাতিল হল। আমরা এখন কি করব?"