নিজস্ব সংবাদদাতা: সুপ্রিম কোর্টের (Supreme Court) রায়ে (Verdict) প্রায় ২৬ হাজার চাকরি বাতিল। রায়ের পরিপ্রেক্ষিতে রাজপথে বিরোধিরা। সেন্ট্রাল অ্যাভিনিউয়ে বিজেপি যুবমোর্চার বিক্ষোভ আজ। পাশাপাশি, বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে চাকরি বাতিল সহ একাধিক ইস্যুতে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল এসইউসিআইয়ের।
/anm-bengali/media/post_banners/OhFWXLAnNchrNZnOeYw0.jpg)