চাকরি বাতিলের জন্য সম্পূর্ণ দায়ী তৃণমূল সরকার ! এবার চাকরি বাতিল প্রসঙ্গে বড় দাবি করলেন মিঠুন চক্রবর্তী

তিনি দাবি করেন যে, সুপ্রিম কোর্টের রায়ের চেয়ে বড় আর কিছুই নেই।

author-image
Debjit Biswas
New Update
mithunn chk.jpg

নিজস্ব সংবাদদাতা : এবার চাকরি বাতিল প্রসঙ্গে এক বড় দাবি করে বসলেন বিখ্যাত অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। আজ এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, "সত্য সবসময়ই জয়ী হয়। আমি জানি যে এই রায় হাজার হাজার চাকরিপ্রার্থীর জন্য একটি বিরাট বড় ধাক্কা, তবে এর জন্য সম্পূর্ণ দায়ী তৃণমূল সরকার।"

mamata abhishek

এরপর তিনি বলেন,"আমি সমাজের সমস্ত মানুষ এবং বিশেষ করে যুব সম্প্রদায়কে বলছি, উজ্জ্বল ভবিষ্যৎ চাইলে যত দ্রুত সম্ভব এই তৃণমূল সরকারকে বিদায় করুন। বিজেপিই একমাত্র বিকল্প।"