নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম জেলাতেও প্রায় ৫২৭ জন শিক্ষাকর্মী, গ্রুপ সি, গ্রুপ ডি প্রার্থীর চাকরি বাতিল হয়েছে আজ। ঝাড়গ্রাম বানীতীর্থ স্কুলের ইংরেজির শিক্ষক তবুও আজ এসেছেন স্কুলে। তার নাম রাজকুমার গড়াই। বাড়ি দাঁতনে। ২০১৯ সালে ঝাড়গ্রামের বাণীতীর্থ হাইস্কুলে ইংরেজি বিভাগের শিক্ষক হিসেবে যোগদান করেন। আজ সব শেষ। রাজ্যের ২৬ হাজার চাকরি প্রার্থীর মতো তিনিও আজ কর্মহীন।
রাজকুমার বাবু নিয়ম করে বাচ্চাদের ক্লাস নিতেন। আজও তাই স্কুলে এসেছেন। ক্লাসও নিয়েছেন। কিন্তু এরপর আর নিতে পারবেন কি না জানেন না। মানসিকভাবে ভেঙে পড়েছেন। গোটা সিস্টেমকেই এর জন্য দায়ী করছেন রাজকুমার গড়াই। বিচার ব্যবস্থার উপর বিশ্বাস রেখে ঠকেছেন। সমস্ত রাজনৈতিক দল রাজনীতি করছে বলে অভিযোগ। এর পরে রাজকুমার বাবু কি করবেন জানেন না। বাড়ির লোকেদের নিয়ে চরম পরিস্থিতির সম্মুখীন হলেন।