'কুকুর বেড়াল মারবেন না, চাকরি চোরদের ছাড়বেন না', পোস্ট সৃজন ভট্টাচার্যের

আরও একটি পোস্ট করেছেন সিপিএম নেতা। লিখছেন, 'হিন্দু-মুসলিম ভাই ভাই, চাকরি চোরের শাস্তি চাই।'

author-image
Jaita Chowdhury
আপডেট করা হয়েছে
New Update
Srijan Bhattacharyya

. Photograph: (.)

নিজস্ব সংবাদদাতা: সুপ্রিম কোর্টে এসএসসি-র ২০১৬ সালের পুরো প্যানেল বাতিল। এ নিয়ে পোস্ট করেছেন সিপিএম (Cpim) নেতা সৃজন ভট্টাচার্য (Srijan Bhattacharya)। সৃজনের ওয়ালে জ্বল জ্বল করছে একটি পোস্ট। তাতে লেখা,'কুকুর বেড়াল মারবেন না, চাকরি চোরদের ছাড়বেন না'। 

 

CPIM

সৃজনের আরও একটি পোস্টেও প্রতিবাদের সুর। লিখছেন, 'হিন্দু-মুসলিম ভাই ভাই, চাকরি চোরের শাস্তি চাই।'