নিজস্ব সংবাদদাতা: সুপ্রিম কোর্টে এসএসসি-র ২০১৬ সালের পুরো প্যানেল বাতিল। এ নিয়ে পোস্ট করেছেন সিপিএম (Cpim) নেতা সৃজন ভট্টাচার্য (Srijan Bhattacharya)। সৃজনের ওয়ালে জ্বল জ্বল করছে একটি পোস্ট। তাতে লেখা,'কুকুর বেড়াল মারবেন না, চাকরি চোরদের ছাড়বেন না'।
/anm-bengali/media/media_files/o07slqbN9XxPkPlHLkmn.jpg)
সৃজনের আরও একটি পোস্টেও প্রতিবাদের সুর। লিখছেন, 'হিন্দু-মুসলিম ভাই ভাই, চাকরি চোরের শাস্তি চাই।'