নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রায়ে ২০১৬- এর এসএসসির পুরো প্যানেল বাতিল হয় ও চাকরি যায় প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকার। মেদিনীপুর টাউন স্কুলের সম্ভাব্য ২ জন শিক্ষকের চাকরি বাতিল হল আজকের রায়ের ফলে। তাদের মধ্যে একজন ইকোনমিক্স বিভাগের শিক্ষক অপূর্ব বেরা।
শিক্ষক অপূর্ব বেরার বক্তব্য, "৫৫ টার মধ্যে ৫৫ টাই উত্তর দিয়েছিলাম"। পরিবার নিয়ে এখন কি করবেন, তা নিয়ে সন্দিহান অপূর্ব বাবু। তিনি বলেন, "মধ্যশিক্ষা পর্ষদ আমাদের নিয়োগ করেছে এসএসসি-র রেকমেন্ডেশনে। তারাই ভাববে"।