নিজস্ব সংবাদদাতা: ৬ এপ্রিল রামনবমী (Ramnavami 2025)৷ হিন্দুদের এই উৎসবে এবার সামিল হতে চলেছেন ইসলাম ধর্মের মানুষরাও৷ দেশজুড়ে সম্প্রীতির দৃষ্টান্ত মালদায়৷ দিনকয়েক আগেই ছিল ঈদ৷ খুশির ঈদে ধর্মীয় ভেদাভেদ ভুলে উৎসবে অংশ নিয়েছিল মালদাবাসী ৷ ক'দিন আগেই উত্তেজনা ছড়িয়েছিল মোথাবাড়িতে ৷ কিন্তু ঈদের খুশি সেই উত্তেজনায় জল ঢালে। শুভদিন চাঁদনি আলোয় ঢেকেছিল মালদা শহর৷ প্রমাণ করেছিল, মালদার সম্প্রীতি।
/anm-bengali/media/media_files/OAtRu7AvIWntlve5rKBe.png)
তারপরই আসছে রামনবমী। উৎসবের বার্তা তৈরি করল মালদার মুসলিম সমাজও। রামের জন্মতিথির উৎসবে সামিল হতে চলেছেন এই শহরের মুসলমানরাও ৷ জানা গিয়েছে, রাজমহল রোডে টেন্ট তৈরি করে রবিবারের ধর্মীয় শোভাযাত্রায় অংশগ্রহণ করা মানুষজনকে পানীয় জল দেবেন ইসলাম ধর্মের মানুষজন ৷ বিলোবেন চকলেট। থাকছে মিষ্টিমুখের ব্যবস্থাও ৷ সবচেয়ে বড় বিষয়, এবার সনাতনীদের মিছিলে পা মেলাবেন, 'তাকিয়া' পরা মানুষরাও। যদিও এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।