হাওড়ায় রাম নবমী শোভাযাত্রা নিয়ে বিতর্ক, অনুমতি দিল না পুলিশ

নিরাপত্তার কারণে হাওড়ায় রাম নবমীর মূল রুটে শোভাযাত্রার অনুমতি বাতিল। তবে দুটি নতুন রুটের প্রস্তাব দিয়েছে পুলিশ। পড়ুন সম্পূর্ণ খবর।

author-image
Debapriya Sarkar
New Update
d

নিজস্ব সংবাদদাতা : হাওড়া পুলিশ অঞ্জনি পুত্র সেনাকে রাম নবমীর শোভাযাত্রা করার অনুমতি দেয়নি। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২২ ও ২০২৩ সালে একই রুটে রাম নবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সংঘর্ষের ঘটনা ঘটেছিল। তাই নিরাপত্তার কথা মাথায় রেখে ওই রুটে এবছর শোভাযাত্রার অনুমতি দেওয়া হয়নি।

publive-image

পুলিশ আরও জানিয়েছে, গত বছর ১৭ এপ্রিল, ২০২৪-এ অনুষ্ঠিত শোভাযাত্রায় সংগঠনটি কলকাতা হাইকোর্টের আরোপিত শর্ত লঙ্ঘন করেছিল। সেই কারণে এবার মূল রুটে মিছিল করার অনুমতি দেওয়া হয়নি। তবে বিকল্প হিসেবে দুটি নতুন রুটের প্রস্তাব দেওয়া হয়েছে, যেখানে শোভাযাত্রা করা যেতে পারে।

publive-image

হাওড়া প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা বজায় রাখার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে এবং শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করতে পুলিশ সতর্ক রয়েছে।