নিজস্ব সংবাদদাতা : আজ কর্নাটকের বেঙ্গালুরুতে এক ভয়াবহ গণধর্ষণের ঘটনা প্রকাশ্যে এসেছে। দেশের ব্যস্ততম শহরেই,বিহারের এক যুবতীকে তার ভাইয়ের সামনেই আটক করে এবং পরে গণধর্ষণ করে একদল দুষ্কৃতী। এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে শহর জুড়ে। সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, ওই যুবতী গত এক মাস ধরে কেরালার এর্নাকুলামে কাজ করছিলেন, তবে কাজ পছন্দ না হওয়ায় তিনি নিজের বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন। এর পর তিনি এর্নাকুলাম থেকে ট্রেনে ওঠেন এবং তার ভাইকে ফোন করে পুরো বিষয়টি জানান। এরপর তিনি বেঙ্গালুরুতে নামেন, এবং বেঙ্গালুরুতে পৌঁছানোর পরই এই মর্মান্তিক ঘটনা ঘটে।
/anm-bengali/media/media_files/1000061381.jpg)
পুলিশ জানিয়েছে, সমস্ত অভিযুক্তদের মধ্যে এখনও পর্যন্ত দুইজনকে গ্রেফতার করা হয়েছে।