স্ত্রীকে ফোন উপহার দেওয়ায় রাগ ! প্রেমিকের কান কামড়ে ছিঁড়ে নিলেন স্বামী

পুলিশ এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করছে এবং অভিযুক্তদের ধরতে বিশেষ অভিযান শুরু করেছে।

author-image
Debjit Biswas
New Update
EXTRA MARITAL

নিজস্ব সংবাদদাতা : স্ত্রীকে ফোন উপহার দিয়েছিলেন তার প্রেমিক, আর সেই রাগ সহ্য করতে না পেরেই, সেই প্রেমিকের কান কামড়ে ছিঁড়ে ফেললেন স্বামী। এই ভয়াবহ ঘটনাটি ঘটেছে রাজস্থানের যোধপুর জেলার বিলাদা গ্রামে। পুলিশ জানিয়েছে, প্রেমসুখ বিষ্ণই ও তার স্ত্রীর মধ্যে অনেকদিন ধরেই সম্পর্কের টানাপোড়েন চলছিল, কারণ প্রেমসুখের স্ত্রীর প্রেমিক রমেশ বিষ্ণই, প্রেমসুখের স্ত্রীকে একটি মোবাইল ফোন উপহার দিয়েছিল। এই ফোন উপহার দেওয়াকে কেন্দ্র করেই যাবতীয় অশান্তির সূচনা হয়। বুধবার রাতে রমেশ প্রেমসুখের স্ত্রীর সঙ্গে দীর্ঘক্ষণ ফোনে কথা বলেন, যা প্রেমসুখ সহ্য করতে পারেননি। এরপর, প্রেমসুখ ও তার সঙ্গীরা রমেশের খোঁজ করতে শুরু করেন এবং তারা জানতে পারে যে রমেশ  বোরান্ডার একটি পেপসি কারখানার কাছে, একটি ট্রাকের ভিতরে ঘুমিয়ে আছেন।

gun

সেখানে গিয়েই প্রেমসুখ রমেশের ওপর গুলি চালায়, যা সরাসরি তার পেটে বিদ্ধ হয়। এরপর লোহার পাইপ দিয়ে মারধর করার পাশাপাশি প্রেমসুখ রমেশের কানের লতি কামড়ে ছিঁড়ে নেয়।পুলিশ জানিয়েছে, আহত রমেশকে যোধপুরের এমডিএম হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার অবস্থা সঙ্কটজনক।