নিজস্ব সংবাদদাতা: হোলির (Holi 2025) দিন মন খারাপ করা খবর। মর্মান্তিক ঘটনা আফগানিস্তান ক্রিকেটে ৷ মৃত্যু হয়েছে তরুণ আফগান ব্যাটার হজরতুল্লাহ জাজাই'য়ের মেয়ের ৷ জাতীয় দলে তাঁর সতীর্থ এবং বন্ধু করিম জানাত সোশ্যাল মিডিয়ায় এই খবর ভাগ করেছেন অনুরাগীদের সঙ্গে ৷
করিমের পোস্ট মারফত দুর্ঘটনার কথা জানতে পারেন ক্রিকেট অনুরাগীরা ৷ কীভাবে বা ঠিক কী কারণে হজরতুল্লাহ তাঁর একরত্তি সন্তানকে হারালেন? স্পষ্ট নয় করিমের পোস্টে ৷ আফগান ক্রিকেটার লিখছেন,"অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি খুব কাছের বন্ধু এবং ভাই হজরতুল্লাহ জাজাই তাঁর কন্য়াসসন্তানকে হারিয়েছে ৷ হজরত ও তাঁর পরিবারের কথা ভেবে আমি অত্যন্ত ভারাক্রান্ত ৷ কঠিন সময়ে আপনারা ওর পাশে থাকবেন যাতে মর্মান্তিক ঘটনার রেশ ছেড়ে সে বেরিয়ে আসতে পারে ৷ হজরতুল্লাহ জাজাই ও তাঁর পরিবারের প্রতি আমার সমবেদনা রইল ৷" হজরতের কন্যাসন্তানের ছবিও করিম শেয়ার করেছেন ৷