নিজস্ব সংবাদদাতা: মুর্শিদাবাদের জঙ্গিপুর, সামসেরগঞ্জ থেকে বহু মানুষ প্রাণভয়ে নদী পেরিয়ে মালদার একাধিক ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। সেই ত্রাণ শিবিরে যান বঙ্গ বিজেপির রাজ্যসভাপতি সুকান্ত মজুমদার। তিনি ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। তিনি তাঁদের আতঙ্কের অভিজ্ঞতা শোনেন। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার পরামর্শ দেন, যতক্ষণ না বিএসএফ আসছে, আপনারা হাঁসুয়া নিয়ে প্রস্তুত থাকুন।
ঘরহারা মহিলাদের মুখ থেকে তাঁদের অভিজ্ঞতা শোনার পর সুকান্ত বলেন, “এই মহিলাদের শুধু ঘরছাড়া করেই ছাড়েনি দুষ্কৃতীরা। সম্মানহানিরও চেষ্টা করা হয়েছে। ঠিক কতজনকে নিরাপদে সরানো সম্ভব হয়েছে, তা নিয়েও সন্দেহ রয়েছে।” তিনি আরও জানান, রাজ্য সরকারের তরফে কোনও সাহায্য না মেলায় বিজেপির পক্ষ থেকেই তাঁরা পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন।
/anm-bengali/media/media_files/2025/04/14/2CcehXCmEVw4ETzD1SZK.jpg)
আশ্রয়প্রাপ্ত এক মহিলার বর্ণনায় উঠে আসে সেই বিভীষিকাময় মুহূর্ত। তিনি বলেন, “পেছনে আগুনের লেলিহান শিখা। আর কানে বাজছিল একটাই কথা—‘আগুন জ্বলছে, ধরে এনে ফেলে দে।’” সেই ভয়াবহ অভিজ্ঞতা এখনো চোখে-মুখে আতঙ্ক হয়ে বেঁচে আছে। আশ্রয়প্রাপ্তরা জানিয়েছেন, তারা শুধু একটাই শর্তে ঘরে ফিরতে চান— বিএসএফ ক্যাম্প বসিয়ে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তবেই তারা তাঁদের ভিটেমাটিতে ফিরে যেতে সাহস পাবেন।