নিজস্ব সংবাদদাতা: লিগ শিল্ড জয়ের পর আইএসএল ট্রফিও ঘরে তুলল মোহনবাগান সুপার জায়ান্টস (এসজি)। শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত আইএসএল ফাইনালে বেঙ্গালুরু এফসিকে ২-১ গোলে হারিয়ে মরশুমের দ্বিতীয় ট্রফি জয় করল সবুজ-মেরুন বাহিনী।
বিপুল জনসমর্থনের মাঝে ঘরের মাঠে আক্রমণাত্মক শুরু করেছিল মোহনবাগান। ৪-২-৩-১ ছকে খেলতে নামা মোহনবাগান শুরু থেকেই রক্ষণ এবং আক্রমণে ভারসাম্য রাখে। বেঙ্গালুরু এফসি খেলতে নেমেছিল ৪-৩-৩ ছকে।
ম্যাচের ৮ মিনিটেই গোলের সুযোগ তৈরি করেছিল মোহনবাগান। ম্যাকলারেনের জোরালো শট কোনওক্রমে রক্ষা করেন গুরপ্রীত সিং সান্ধু। তবে সেই বল থেকে আপুইয়া গোল করতে ব্যর্থ হন। তবে এর কিছু সময় পরেই গতি বাড়ায় সবুজ-মেরুন শিবির।
/anm-bengali/media/media_files/2025/04/12/qt3qEkgU4Ozv74TyJ7Wr.jpg)
দ্বিতীয়ার্ধে বেঙ্গালুরু ম্যাচে ফেরার চেষ্টা করলেও মোহনবাগান ডিফেন্স অতিরিক্ত সময়ে দারুণ সংগঠিত থাকে। ম্যাচের শেষ মুহূর্তে বেঙ্গালুরুর আক্রমণ সামলে দুর্দান্ত ভাবে জয় ধরে রাখে মোহনবাগান।
প্রায় ১ লাখের বেশি দর্শকের সামনে যুবভারতীতে গর্বের মুহূর্ত উপহার দিল মোহনবাগান এসজি। এই জয়ের ফলে মুম্বই সিটির পর দ্বিতীয় দল হিসেবে একই মরশুমে লিগ শিল্ড ও আইএসএল ট্রফি—দুই ট্রফি জয়ের কৃতিত্ব অর্জন করল কলকাতার এই ঐতিহ্যবাহী ক্লাব।