নিজস্ব সংবাদদাতা: লিগ শিল্ড জেতার পর আইএসএল ট্রফিও জিতে নিল মোহন বাগান সুপার জায়ান্টস। স্বাভাবিক ভাবেই উচ্ছ্বসিত মোহন বাগান ফ্যানেরা। আর মোহন বাগানের এই জয়ের জন্য দলকে শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
/anm-bengali/media/media_files/2025/04/13/ucV5ABzW2UajGqoxboAa.jpg)
এদিন তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, “সারা বাংলা, মোহন বাগান! আবারও ইন্ডিয়ান সুপার লিগ #ISL শিরোপা জয়ের কী রোমাঞ্চকর পারফরম্যান্স! আমাদের প্রিয় মেরিনার্স যখন গর্বের সাথে যাত্রা করছে তখন সমগ্র বাংলা গর্বে উদ্বেলিত। অভিনন্দন, চ্যাম্পিয়নরা - তোমরা ইতিহাস তৈরি করেছ এবং আমাদের হৃদয় আনন্দে ভরিয়ে দিয়েছ!”