নিজস্ব সংবাদদাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL) ফের নজির গড়ল সানরাইজার্স হায়দরাবাদ। ২৪৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করে মাত্র ৮ উইকেটে জয় তুলে নিল তারা, তাও ৯ বল হাতে রেখেই। এই জয়ের ফলে আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে ম্যাচ জয়ের রেকর্ড এখন সানরাইজার্স হায়দরাবাদের দখলে।
প্রথম স্থানে রয়েছে পঞ্জাব কিংসই, যারা এর আগে ২৬২ রান তাড়া করে জিতেছিল। এবার সেই পঞ্জাবের বিরুদ্ধেই দুরন্ত জয় তুলে নিল হায়দরাবাদ।
দুরন্ত শুরু, বিপর্যয়ের পর রিস্টার্ট
মরসুমের প্রথম ম্যাচেই আগুনে ব্যাটিং করেছিল হায়দরাবাদ। তবে তার পর টানা পরাজয়ে পিছিয়ে পড়েছিল তারা। এমন পরিস্থিতিতে রিস্টার্ট করাটা ছিল সময়ের দাবি—আর সেই কাজটাই করল তারা শক্তিশালী পঞ্জাব কিংসের বিরুদ্ধে।
ব্যাটিং স্বর্গে শ্রেয়সদের বড় স্কোর
হায়দরাবাদের মাঠে পিচ যদিও সাধারণত মন্থর, তবে এদিন ছিল ব্যাটারদের স্বর্গ। টস জিতে ব্যাটিং নেন পঞ্জাব অধিনায়ক শ্রেয়স আইয়ার। তাঁর সেই সিদ্ধান্তকে সার্থক প্রমাণ করেন দলের ব্যাটাররা। বিশাল স্কোর তোলে পঞ্জাব।
/anm-bengali/media/media_files/2025/04/13/JsCeVUYYbN3ORnooE5TB.jpg)
হেড-অভিষেক জুটির দানবীয় ধাক্কা
রান তাড়ায় হায়দরাবাদকে দুর্দান্ত শুরু এনে দেন ট্রাভিস হেড ও অভিষেক শর্মা। ওপেনিং জুটিতে আসে ১৭১ রান। যদিও পঞ্জাব কিংস কিছু গুরুত্বপূর্ণ সুযোগ হাতছাড়া করে। অভিষেককে ৪ ও ৫৬ রানে আউট করার সুযোগ পেয়েও ক্যাচ মিস করে পঞ্জাব। এমনকি একটি নো বলের ডেলিভারিতে ক্যাচ হয়েও বেঁচে যান অভিষেক।
অভিষেক আক্রমণাত্মক ব্যাটিংয়ে ম্যাচকে একতরফা করে দেন। ট্রাভিস হেডও ৩৭ বলে ৬৬ রানের মূল্যবান ইনিংস খেলেন। যদিও শেষ অবধি জয়ের দোরগোড়ায় পৌঁছে দিয়ে ১৭তম ওভারে আউট হন অভিষেক।
ক্লাসেন-কিষানের নিশ্চিত জয়
বাকি কাজটুকু সেরে ফেলেন হেনরিখ ক্লাসেন ও ঈশান কিষান। কেকের উপর চেরির মতো শেষ মুহূর্তের ইনিংস তাদের সহজ জয় নিশ্চিত করে।
এই জয় শুধু গুরুত্বপূর্ণ পয়েন্ট এনে দেয়নি, বরং আত্মবিশ্বাসও ফিরিয়ে দিয়েছে হায়দরাবাদ শিবিরে।