নিজস্ব সংবাদদাতা : আজ আইপিএল ২০২৫ এর ২৫তম ম্যাচে মুখোমুখি হয়েছিল সিএসকে আর কেকেআর। কেকেআর-এর দাপুটে বোলিংয়ের কাছে, প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১০৩ রানেই গুটিয়ে যায় সিএসকে।
/anm-bengali/media/media_files/u7j8V4huGEW3bCVcQ000.jpeg)
এরপর ব্যাট করতে নাম কেকেআর। মাত্র ১০ ওভারেই নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় কেকেআর। ১৮ বলে ৪৪ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন সুনীল নারিন।