নিজস্ব সংবাদদাতা: প্রায় ১৩,৫০০ কোটি টাকার পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB) জালিয়াতি মামলার মূল অভিযুক্ত মেহুল চোক্সীকে বেলজিয়ামে গ্রেফতার করা হয়েছে। সূত্রের খবর, ভারতের অনুরোধে বেলজিয়াম পুলিশ এই গ্রেফতারি অভিযান চালায়। যদিও চোক্সী এর আঁচ আগেই পেয়েছিলেন এবং তিনি সুইজারল্যান্ডের এক বেসরকারি ক্যানসার হাসপাতালে ভর্তি হওয়ার পরিকল্পনাও করে ফেলেছিলেন। কিন্তু বেলজিয়াম ছাড়ার আগেই তাঁকে আটক করে প্রশাসন।
জানা গিয়েছে, চোক্সী ভারত ও অ্যান্টিগুয়ার নাগরিকত্ব ত্যাগ না করেই বেলজিয়ামে ‘এফ রেসিডেন্স’ কার্ডের জন্য আবেদন করেছিলেন এবং তা পেয়ে যান। পরবর্তীতে, তিনি সেই কার্ড ‘এফ প্লাস রেসিডেন্স’ কার্ডে রূপান্তরিত করার উদ্যোগ নেন, যা তাকে ভারতের হাতে প্রত্যর্পণের রাস্তা কার্যত বন্ধ করে দিতে পারত। এই তথ্য জানার পরই ভারত সরকার বেলজিয়াম প্রশাসনকে অনুরোধ করে, যার ফলেই তাঁর গ্রেফতারি সম্ভব হয়।
/anm-bengali/media/media_files/2025/03/19/10QD4iFjRGEwK3j36lSy.jpeg)
চোক্সীর আইনজীবী বিজয় আগরওয়াল বলেন, “আমার মক্কেলকে বেলজিয়ামে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তিনি হেফাজতে রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা খুব একটা ভালো নয়, সেই কারণ দেখিয়ে আমরা জামিনের আবেদন জানাব।”
সূত্রের দাবি, চোক্সী ক্যানসারে আক্রান্ত। তাই শারীরিক অসুস্থতাকেই সামনে রেখে জামিন পাওয়ার চেষ্টা করছেন তিনি। এমনকি, নয়াদিল্লিতে প্রত্যর্পণ এড়াতে এই অসুস্থতাকেই ‘আইনি অস্ত্র’ হিসেবে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে তার পক্ষের।