নিজস্ব সংবাদদাতা: চৈত্র সংক্রান্তির পুণ্য লগ্নে কালীঘাট স্কাইওয়াকের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার অন্যতম জনবহুল এবং ধর্মীয় গুরুত্বসম্পন্ন কালীঘাট মন্দির চত্বরে ভিড় সামলাতে দীর্ঘদিন ধরেই একটি স্কাইওয়াকের প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছিল। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে আজ পথচলা শুরু করল আধুনিক এই স্কাইওয়াক।
তবে এই প্রকল্পের বাস্তবায়নের সময় হকারদের রুজি-রুটির বিষয়টি বিশেষভাবে বিবেচনায় নেয় রাজ্য সরকার। স্কাইওয়াক নির্মাণের ফলে বহু হকারের ব্যবসা বন্ধ হওয়ার আশঙ্কা ছিল। মুখ্যমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপেই এই সমস্যার সমাধান হয়। হকারদের জন্য তৈরি করা হয় বিকল্প ব্যবস্থা।
/anm-bengali/media/media_files/s7AAOK5UPw7BGYqc3TNz.jpg)
এক বছরের জন্য হাজরা পার্কে তৈরি করা হয় ‘হকার্স কর্নার’, যাতে তাঁদের রোজগারে কোনও বিঘ্ন না ঘটে। প্রশাসনের এই মানবিক উদ্যোগের ফলে শহরের সৌন্দর্যায়ন ও পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থও রক্ষা পেয়েছে বলে মত স্থানীয়দের।