নিজস্ব সংবাদদাতা: একটি ভিডিয়ো বার্তায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা দেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে তীব্র ভাষায় ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি সরাসরি অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূসকে আক্রমণ করে তাঁকে "আত্মকেন্দ্রিক সুদখোর" বলে আখ্যা দেন।
শেখ হাসিনার অভিযোগ, ইউনূস বিদেশি শক্তির সঙ্গে মিলে ক্ষমতার লোভে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। তাঁর ভাষায়, “সুদখোর, ক্ষমতালোভী, অর্থলোভী, আত্মকেন্দ্রিক ব্যক্তি বিদেশি ষড়যন্ত্রে লিপ্ত হয়ে বাংলাদেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন।”
ভিডিয়ো বার্তায় শেখ হাসিনা জানান, আল্লাহ তাঁকে কোনো বিশেষ কারণে জীবিত রেখেছেন এবং শীঘ্রই তিনি দেশে ফিরবেন। ইউনূস সরকারের বিরুদ্ধে তোপ দেগে বলেন, “বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলা হচ্ছে, মুক্তিযোদ্ধাদের অসম্মান করা হচ্ছে। আমরা প্রতিটি জেলায় মুক্তিযুদ্ধ কমপ্লেক্স তৈরি করেছিলাম, সেগুলি এখন ধ্বংস করে দেওয়া হচ্ছে। আগুন নিয়ে খেললে তার পরিণতি ভোগ করতেই হবে।”
/anm-bengali/media/media_files/2024/12/07/dTBlx3CpM7zgTRuLdJTn.jpg)
তিনি আরও অভিযোগ করেন, বিএনপি ও জামাত-ই-ইসলামি আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর আক্রমণ চালাচ্ছে এবং হত্যা করছে।
তবে সবচেয়ে চাঞ্চল্যকর মন্তব্য এসেছে 'জুলাই বিপ্লব'-এর সময় নিহত আবু সায়েদের মৃত্যু ঘিরে। শেখ হাসিনা তাঁর মৃত্যুতেও সন্দেহ প্রকাশ করেছেন, যা রাজনৈতিক মহলে জোর জল্পনা সৃষ্টি করেছে।
এই বক্তব্য ঘিরে দেশের রাজনীতিতে নতুন উত্তাপ তৈরি হয়েছে। সরকারপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে এই বক্তব্যের প্রতিক্রিয়া জানায়নি।