নিজস্ব সংবাদদাতা: মুর্শিদাবাদের ধুলিয়ানে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে যান বিএসএফের এডিজি। তিনি ধুলিয়ানে যেতেই স্থানীয় বাসিন্দারা তাঁর কাছে ছুটে আসেন। নিজেদের আতঙ্কের কথা জানান। বিএসএফের এডিজির কাছে তাঁরা জানান, এখন হয়তো পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে। কিন্তু কেন্দ্রীয় বাহিনী চলে গেলে আবার পরিস্থিতি আবার ভয়ানক হয়ে যাবে। বিএসএফের এডিজির কাছে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, তাঁরা নিজেদের বাড়িতে নিরাপত্তাহীনতায় ভুগছে। রাতে ফের তাঁদের ওপর হামলা হতে পারে তাঁরা আশঙ্কা প্রকাশ করেছেন।
/anm-bengali/media/media_files/2025/04/14/UCfi167EvbwUEFf8SpYT.JPG)