নিজস্ব সংবাদদাতা: দুরন্ত শুরু, কিন্তু হতাশাজনক শেষ। অভিষেক পোড়েল ও করুণ নায়ারের ঝোড়ো ব্যাটিংয়ে জয়ের দোরগোড়ায় পৌঁছে গিয়েও শেষ মুহূর্তে ছিটকে গেল দিল্লি ক্যাপিটালস। মুম্বই ইন্ডিয়ান্সের দুই স্পিনার কর্ণ শর্মা ও মিচেল স্যান্টনারের দুরন্ত বোলিংয়ে তাসের ঘরের মতো ভেঙে পড়ে দিল্লির মিডল অর্ডার। ১২ রানে মরশুমের প্রথম পরাজয়ের স্বাদ পেল তারা।
২০৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দিল্লি প্রথম বলেই জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ককে হারালেও প্রভাব পড়েনি দলীয় আত্মবিশ্বাসে। বরং, কামব্যাক ম্যাচে চমক দেখালেন করুণ নায়ার। যশপ্রীত বুমরার প্রথম ওভারেই ১১ রান তুলে ঝড়ের ইঙ্গিত দেন তিনি। মাত্র ২২ বলে অর্ধশতরান পূর্ণ করেন করুণ, যা আইপিএলে সাত বছর পর তাঁর প্রথম হাফসেঞ্চুরি।
/anm-bengali/media/media_files/2025/04/14/s1DUoJAnWF0aiFm6E7mz.JPG)
পাওয়ার প্লের শেষে দিল্লির রান ছিল ১ উইকেটে ৭২। অন্যদিকে, বাংলার অভিষেক পোড়েলও ছিলেন অনবদ্য ছন্দে। দু’জনে মিলে মুম্বইয়ের বোলারদের চাপে ফেলেছিলেন। তবে ম্যাচের মোড় ঘুরে যায় ১১তম ওভারে। দিল্লির ব্যাটিং লাইনআপে হানা দেন করC শর্মা। তিনি ৩১ রানে ফিরিয়ে দেন অভিষেক পোড়েলকে।
পরের ওভারে আরও বড় ধাক্কা, করুণ নায়ারকে (৮৯) ফেরান মিচেল স্যান্টনার। এরপর একের পর এক উইকেট পড়তে থাকে। যদিও তখনও ক্রিজে ছিলেন কেএল রাহুল, যিনি আগের ম্যাচে দুর্দান্ত ইনিংস খেলেছিলেন। কিন্তু দিল্লির শেষ ভরসাকেও সাজঘরে ফেরান সেই করণ শর্মা।
শেষ আট বলে দিল্লি হারায় চারটি উইকেট। শেষ পর্যন্ত ১৯৩ রানেই গুটিয়ে যায় রিকি পন্টিংয়ের দল।