পাকিস্তানের বুকে ভারতের জঙ্গি নেটওয়ার্ক!
মেছুয়া বাজারের হোটেলে বিধ্বংসী আগুন
দুষ্কৃতীদের গুলিতে নিহত গ্যাংস্টার! রাজ্য জুড়ে উত্তেজনা
এখন কংগ্রেসের সমালোচনার সময় নয়! বিজেপিকে একহাত নিলেন কংগ্রেস
বিচারের অধিকার খর্ব করা হচ্ছে! ফের বেলজিয়াম আদালতের দ্বারস্থ মেহুল চোকসি
রাষ্ট্রপতির হাত থেকে ছেলের জন্য মরণোত্তর শৌর্য চক্র পুরস্কার নিয়েছিলেন, সেই মাকে পাকিস্তানে ফেরত পাঠাল ভারত
বৈঠকে মোদী, শাহ, ভাগবত
সিজেআই সঞ্জীব খান্নার সিদ্ধান্তকেই মান্যতা দিলেন রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি বি আর গাভাই
৪০-৪৫ বছর ভারতে থাকার পরেও ফিরে যেতে হল পাকিস্তানে! ভারত সরকারের কাছে কাতর আবেদন

চড়কের মেলায় যেতে গিয়ে পুণ্যার্থীদের ওপর হামলা! উত্তপ্তপ্ত শিলিগুড়িতে

শিলিগুড়িতে চড়কের মেলায় যেতে গিয়ে পুণ্যার্থীদের ওপর হামলার অভিযোগ উঠছিল।

author-image
Tamalika Chakraborty
New Update
charak mela


নিজস্ব সংবাদদাতা: পয়লা বৈশাখের আগে চড়কের মেলায় পুণ্যার্থীদের উপর হামলার অভিযোগে চাঞ্চল্য ছড়াল শিলিগুড়িতে। রবিবার রাতে শহরের জ্যোতিনগর এলাকায় চড়ক উপলক্ষে অংশ নিতে যাওয়া পুণ্যার্থীদের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। শুধু তাই নয়, স্থানীয় কয়েকটি বাড়িঘরেও ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠেছে। ঘটনায় আহত হয়েছেন অন্তত দু’জন। তাঁদের শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগেও শনিবার, মহানন্দা নদীর ঘাটে পুজো দিতে যাওয়া পুণ্যার্থীদের উপর হামলার ঘটনা ঘটে শহরের ৪ নম্বর ওয়ার্ড এলাকায়। সেখানেও দুই ব্যক্তি গুরুতর আহত হন।

দু'দিনে পরপর এমন হামলার ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা ও রাজনৈতিক মহল। সোমবার শিলিগুড়ি থানার সামনে বিক্ষোভে শামিল হন বিজেপি কর্মীরা। নেতৃত্বে ছিলেন স্থানীয় বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। অভিযোগ, পুলিশ এখনও পর্যন্ত অভিযুক্তদের কাউকে গ্রেফতার করেনি।

বিধায়ক জানান, “পুলিশকে ৪৮ ঘণ্টার সময়সীমা দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে দোষীদের গ্রেফতার না করা হলে অনির্দিষ্টকালের জন্য থানার সামনে অবস্থান বিক্ষোভে বসা হবে।”

Police

বিক্ষোভের মাঝে পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে যান শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর। তিনি জানান, অভিযুক্তদের চিহ্নিত করার কাজ চলছে, দোষীদের দ্রুত গ্রেফতার করা হবে। এলাকাবাসীর আস্থা ফেরাতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী।

পয়লা বৈশাখের আগমুহূর্তে বারবার এই ধরনের হামলায় উদ্বেগ বাড়ছে শহরবাসীর মধ্যে। প্রশাসন জানিয়েছে, চড়ক উৎসবকে ঘিরে শহরের নিরাপত্তা জোরদার করা হয়েছে।