নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি রুশ ঘাঁটিতে এক বড়সড় আঘাত হেনেছে ইউক্রেনের ৪৭তম মেকানাইজড ব্রিগেড। তারা রাশিয়ার বেশ কিছু বাংকার, কমান্ড পোস্ট ও গোপন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। সূত্রের খবর, এই হামলায় রুশ সেনাদের বড় ক্ষয়ক্ষতি হয়েছে। ইউক্রেনীয় সেনারা জানিয়েছে, তাদের এই অভিযানের লক্ষ্য ছিল রুশ বাহিনীর কৌশলগত অবস্থানগুলো ধ্বংস করা।
/anm-bengali/media/media_files/2025/02/01/3mDZlQFbQuP92IR1rxOm.jpg)
এই ধরনের হামলা ইউক্রেনের প্রতিরক্ষা শক্তিকে আরও জোরালো করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। যুদ্ধ পরিস্থিতি এখনও উত্তপ্ত, এবং দু’পক্ষই কৌশল বদলে আক্রমণ চালিয়ে যাচ্ছে।