নিজস্ব সংবাদদাতা : কয়েক ঘণ্টার শান্তি কাটতে না কাটতেই ফের উত্তপ্ত সামশেরগঞ্জের ধুলিয়ান পুরসভা। শনিবার সকালে হঠাৎই উত্তেজনা ছড়ায় ২১ নম্বর ওয়ার্ডে। গুলিবিদ্ধ হন এক যুবক ও এক কিশোর। গুলিবিদ্ধ যুবকের নাম গোলাম মইনুদ্দিন শেখ। দুজনেই আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছেন জঙ্গিপুর মহাকুমা হাসপাতালে। চলছে অস্ত্রোপচার। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে পুলিশ।
/anm-bengali/media/media_files/2025/04/12/hSEhh467kBV9k1maI0gT.jpg)
উল্লেখ্য, ওয়াকফ আইনের প্রতিবাদে শুক্রবার উত্তাল হয়ে উঠেছিল মুর্শিদাবাদের একাধিক এলাকা। পুলিশের গাড়ি ও বাইক পুড়িয়ে দেওয়া হয়। এমনকি আগুন লাগানো হয় একটি অ্যাম্বুলেন্সেও। পরিস্থিতি সামাল দিতে সামশেরগঞ্জে মোতায়েন করা হয় বিএসএফ। আজ সকাল থেকে এলাকা ছিল শান্ত। তবে হঠাৎ করেই ফের উত্তেজনা ছড়িয়ে পড়ে ধুলিয়ানে, যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে।