কাশ্মীরে সাধারন নাগরিককে হেনস্তা! সেনাবাহিনীর বিরুদ্ধে উঠল বড় অভিযোগ
মুর্শিদাবাদের হিংসার ঘটনার নেপথ্যে রয়েছে কেন্দ্র ও রাজ্য সরকার! সামনে এল চাঞ্চল্যকর তথ্য
দিলীপ ঘোষের বিবাহপর্বে রাজনৈতিক মহলে চাঞ্চল্য, শুভেচ্ছা জানাতে হাজির বিজেপির রাজ্য নেতারা
ঘর ছাড়াদের সঙ্গে দেখা করতে যাচ্ছেন রাজ্যপাল! তার আগেই বিস্ফোরক মন্তব্য
ঘরছাড়াদের সঙ্গে দেখা করলেন জাতীয় মানবাধিকার কমিশনের দল, কী অভিযোগ করলেন মুর্শিদাবাদের ঘরছাড়ারা
পার্ক স্ট্রিটে ফের অগ্নিকাণ্ড, আতঙ্ক কুইন্স ম্যানসনে
ফের রাজ্যে উদ্ধার আগ্নেয়াস্ত্র! হাড়োয়া থেকে গ্রেফতার চার
মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে আইনশৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ! ক্ষোভ উগড়ে দিলেন মন্ত্রী
মালদায় ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিলের প্রতিবাদে শিক্ষকদের ১২ ঘণ্টার প্রতীকী অনশন

শ্মশানে মুখ থুবড়ে পড়েছে পুর পরিষেবা- দুর্গাপুরের বীরভানপুর মহাশ্মশানে ভুগতে হচ্ছে শ্মশান যাত্রীদের

বীরভানপুর মহাশ্মশানে ভুগতে হচ্ছে শ্মশান যাত্রীদের।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
t

File Picture

নিজস্ব প্রতিনিধি: শ্মশানে মুখ থুবড়ে পড়েছে পুর পরিষেবা। বেহাল শ্মশান যাত্রী প্রতীক্ষালয়। বিকল জলের এটিএম মেশিন। আবার বিকল এটিএমে লেখা দার্গাপুর মিউনিসিপাল কর্পোরেশন। চরম বিতর্কের মুখে দুর্গাপুর নগর নিগম। নির্বাচন হচ্ছে না বলেই বাড়ছে সমস্যা, কটাক্ষে বিরোধীরা। সংস্কারের কাজ শুরু হয়েছে দাবি নগর নিগমের। দীর্ঘদিন ধরে বিকল হয়ে পড়ে রয়েছে জলের এটিএম মেশিন। শীততাপ নিয়ন্ত্রিত শ্মশান যাত্রী প্রতীক্ষালয়ের এসিও বন্ধ রয়েছে ছয় মাস ধরে। মহা সমস্যা দুর্গাপুরের বীরভানপুর মহাশ্মশানে। প্রতিশ্রুতি ছিল মাত্র ১ টাকায় মিলবে পানীয় জল। রয়েছে সেই তালিকাও। সাধারণ মানুষ আশা করেছিলেন পানীয় জল মিলবে। না সেটা আর হয়নি। আর এর জেরে জলের তীব্র সংকট শুরু হয়েছে দুর্গাপুরের বীরভানপুর মহাশ্মশানে। শ্মশান কালী মন্দির কর্তৃপক্ষর পাইপ লাইনে মেলে অল্প জল, সেই জলে এতো বড় একটা শ্মশানে জল সংকট মেটানো সম্ভব নয়, ফলে যা হওয়ার তাই হচ্ছে, এই গরমে জলের জন্য চরম দুর্ভোগ শ্মশান যাত্রীদের। হয় জল কিনে খেতে হচ্ছে নচেৎ ঘর থেকে মৃতদেহর সাথে ব্যবহারের জল নিয়ে আসতে হচ্ছে।

বহুবার দুর্গাপুর নগর নিগমকে জানানো হয়েছে, কিন্তু কাজের কাজ কিছু হয়নি বলে অভিযোগ বীরভানপুর শ্মশান কমিটি কর্তৃপক্ষর, শ্মশান যাত্রীদের অকথা-কুকথা তাদেরকে শুনতে হচ্ছে, অথচ দুর্গাপুর নগর নিগম নীরব দর্শক বলে অভিযোগ শ্মশান কর্তৃপক্ষর। শ্মশানের দেখভালের দায়িত্বে থাকা শ্যামল আচার্যর অভিযোগ, দুর্গাপুর নগর নিগমকে এই সমস্যার কথাটাও বলেছিলেন তারা। বারবার বলেও কাজ হয়নি। উল্টে শ্মশান যাত্রীদের অকথা-কুকথা তাদেরকে শুনতে হচ্ছে। "নির্বাচন হচ্ছে না বলে পুর পরিষেবা থেকে বঞ্চিত থাকছে দুর্গাপুরের মানুষ। বীরভানপুর মহাশ্মশানেও চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে শ্মশান যাত্রীদের। এই প্রশাসক মন্ডলী বোর্ড সম্পূর্ণ ব্যর্থ পরিষেবা দিতে", তীব্র কটাক্ষে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই। শ্মশান সংস্কারের কাজ শুরু হয়েছে বলে দাবি করে প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন, "শুধু এসি খারাপ নয় শ্মশানে টিকিট ঘরের অবস্থা বেহাল। লাইটের অভাব রয়েছে। পানীয় জলের সমস্যা রয়েছে। দ্রুত সেই সমস্যার সমাধানের জন্য কাজ শুরু হয়েছে। প্রায় ২২ লক্ষ টাকা ব্যয় করে সংস্কারের কাজ চলছে। কিছুদিনের মধ্যেই কাজ শেষ হয়ে যাবে। উপকৃত হবে শ্মশান বন্ধুরা।" পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে সিপিএম কংগ্রেসও।