নিজস্ব সংবাদদাতা : 'বাণিজ্য চুক্তিতে রাজি হবে চীন, আশাবাদী ডোনাল্ড ট্রাম্প' গতকাল ঠিক এই মর্মেই একটি বিবৃতি জারি করা হয় হোয়াইট হাউসের পক্ষ থেকে। এরপর আজ এক প্রেস কনফারেন্সে, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট জানান, ''প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের সঙ্গে বাণিজ্য চুক্তির বিষয়ে এখনও যথেষ্ট আশাবাদী, যদিও দুই দেশের মধ্যে শুল্ক নিয়ে উত্তেজনা বেড়েই চলেছে।''
/anm-bengali/media/media_files/2025/01/10/xqb9JNdMJymWOLz7rSoq.jpg)
এরপর লেভিট বলেন, “চীন যদি সত্যিই চুক্তি করতে চায়, তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্যই উদারতা দেখাবেন। কিন্তু চীন যদি পাল্টা প্রতিক্রিয়া দেখায়, তাহলে তা চীনের জন্য ভালো হবে না। আমেরিকা এখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও সেরা অর্থনীতি, ৭৫টি দেশ আমাদের সঙ্গে ভালোভাবেই চুক্তি করতে চাইছে। এটাই তার প্রমাণ।”