নিজস্ব সংবাদদাতা : ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ কিভাবে মিটবে, তার সহজ সমাধান দিলেন ট্রাম্পের দূত ভিটকফ। লুহানস্ক, দোনেৎস্ক, জাপোরিঝিয়া ও খেরসন—এই চার ‘বিতর্কিত’ অঞ্চল রাশিয়াকে দিয়ে দিলেই দ্রুত শান্তি চুক্তি সম্ভব হবে বলে মন্তব্য করেছেন ট্রাম্পের বিশেষ দূত ভিটকফ।
/anm-bengali/media/media_files/2025/04/11/bqtvZdMnY9POtip0SAG7.jpeg)
পুতিনের দূতের সঙ্গে বৈঠকের পর তিনি এই মন্তব্য করেন। ভিটকফের মতে, এটি রাশিয়া-ইউক্রেন সংঘাতের দ্রুত সমাধানের পথ হতে পারে।