নিজস্ব সংবাদদাতা : এবার ইউক্রেনে মৃত্যু মিছিল শুরু করতে আরও ভয়ংকর পদক্ষেপ নিচ্ছে রাশিয়া। ইউক্রেনে বেশি সংখ্যক মানুষকে মৃত্যুর মুখে পাঠানোর জন্য ভয়ঙ্কর প্ল্যান করেছে রাশিয়া। সম্প্রতি রাশিয়া তাদের ‘শাহেদ’ ড্রোনের ওয়ারহেডে, ধাতব বল যোগ করছে যাতে বিস্ফোরণের সময় আরও বেশি সংখ্যক মানুষের প্রাণহানি ঘটে।
/anm-bengali/media/media_files/2025/04/06/6h3QbTqpifosoGHiafQ3.webp)
রাশিয়ার 'শাহেদ' ড্রোনে এই পরিবর্তনের ফলে ড্রোন হামলায় ক্ষয়ক্ষতি আরও ভয়াবহ হয়ে উঠছে।