নিজস্ব সংবাদদাতা : যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সেন্ট পিটার্সবার্গে বৈঠক করেছেন। প্রায় চার ঘণ্টার এই বৈঠকে ইউক্রেন যুদ্ধ ও শান্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে। এটি চলতি বছরে উইটকফ ও পুতিনের তৃতীয় বৈঠক।
/anm-bengali/media/media_files/a8nSQ8u4dF6mUdG3CYIm.jpg)
এদিকে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় পুতিনকে দ্রুত যুদ্ধবিরতির উদ্যোগ নিতে বলেন। তিনি লিখেছেন, "প্রতিদিন হাজার হাজার মানুষ মরছে—এই যুদ্ধ অর্থহীন।" ট্রাম্পের দূত কিথ কেলগ ইউক্রেনকে ভাগ করে ব্রিটিশ-ফরাসি শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের কথা বলেছিলেন বলে একটি প্রতিবেদনে দাবি করা হলেও পরে তিনি তা অস্বীকার করেন।
/anm-bengali/media/media_files/2025/03/21/88v5QmfrE7npPMRS24OW.jpg)
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি শুক্রবার নিজ শহর ক্রিভি রিহ সফর করেন, যেখানে ৪ এপ্রিল রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ১৯ জন নিহত হয়েছিলেন, যার মধ্যে নয়টি শিশুও ছিল। তিনি দাবি করেন, রাশিয়ার পক্ষে শত শত চীনা নাগরিক যুদ্ধ করছে। তিনি যুক্তরাষ্ট্রের কাছে আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অনুরোধ জানান। জেলেনস্কি বলেন, "আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেছি। ইউক্রেন শুধু সহযোগিতা চাইছে না, আমরা কিনতেও প্রস্তুত।"
উল্লেখ্য, ইউরোপীয় দেশগুলো ইউক্রেনের জন্য ২১ বিলিয়ন ইউরো সামরিক সহায়তা ঘোষণা করেছে।