নিজস্ব সংবাদদাতা : গতকাল গ্রীসের রাজধানী এথেন্সের হেলেনিক ট্রেন কোম্পানির সামনে, একটি বোমা বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণের আগে একটি স্থানীয় সংবাদ মাধ্যম ও নিউজ পোর্টালকে ফোন করে, এই ট্রেন কোম্পানির সামনে বোমা রাখার হুমকি দেওয়া হয় বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম।
/anm-bengali/media/media_files/IXevr0W6rvQJdMzQlekL.jpg)
এই হুমকি ফোনে বলা হয়, ঠিক ৪০ মিনিটের মধ্যে বিস্ফোরণ ঘটবে। সতর্কতা পাওয়ার পরেই নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে যায়। তবে প্রাথমিকভাবে এই ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি। পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।