রেল স্টেশনের বাইরে ব্যস্ত রাস্তায় বোমা বিস্ফোরণ! থমথমে এথেন্স— জানুন বিস্তারিত

এথেন্সে রেল সংস্থার অফিসের বাইরে বিস্ফোরণ। অজানা ফোনে আগাম হুঁশিয়ারি, পুলিশ বোমা নিষ্ক্রিয় করার আগেই ফেটে যায় ব্যাগে রাখা বিস্ফোরক।

author-image
Debapriya Sarkar
New Update
explosion

নিজস্ব সংবাদদাতা : গ্রিসের রাজধানী এথেন্সে এক বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে। শহরের মাঝখানে, Hellenic Train নামে এক রেল সংস্থার অফিসের বাইরে এই বিস্ফোরণ হয়। তবে সূত্রের খবর এই ঘটনায় কেউ মারা যায়নি বা আহতও হননি। 

publive-image

পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের আগেই কিছু সংবাদমাধ্যমে অজানা লোক ফোন করে জানিয়ে দিয়েছিল যে বোমা রাখা হয়েছে। পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছায়, তখনও বোমা ফেটে যায়নি। কিন্তু বোম ডিসপোজাল টিম (যারা বোমা নিষ্ক্রিয় করে) ঠিক সময়ে পৌঁছাতে পারেনি, তাই বিস্ফোরণটা হয়েই যায়। বোমাটা একটা স্কুলব্যাগের মধ্যে রাখা ছিল, আর সেই ব্যাগটা রাখা ছিল একটি স্কুটারের উপর। সেই স্কুটারটায় কোনও নম্বর প্লেটও ছিল না।

এই ঘটনার পর গ্রিসের পরিবহনমন্ত্রী বললেন, "এটা একটা অপরাধ। এর ফলে সাধারণ মানুষের জীবন বিপদে পড়েছিল।" তিনি আরও বলেন, "হিংসা দিয়ে কোনও সমস্যার সমাধান হয় না। যারা এটা করেছে, তাদের খুঁজে বের করা হবে।" রেল কোম্পানি জানিয়েছে, তাদের কোনও কর্মী বা পথচারি আহত হননি। তবে তারা বলেছে, "আমরা হিংসা বা অশান্তির পথে বিশ্বাস করি না।"

publive-image

উল্লেখ্য, দেশজুড়ে অনেক মানুষ রেলের অব্যবস্থার বিরুদ্ধে ক্ষুব্ধ। কারণ, ২০২৩ সালে গ্রিসে একটি বড় ট্রেন দুর্ঘটনায় ৫৭ জন মারা গিয়েছিলেন, যাঁদের অনেকেই কলেজের ছাত্র-ছাত্রী ছিলেন। সেই ঘটনার কোন সুরাহা হয়নি। তারপর থেকে বারবার রাস্তায় নেমে মানুষ প্রতিবাদ করছে। এই বিস্ফোরণের ঘটনা সেই প্রতিবাদের এই অংশ কিনা তা খতিয়ে দেখতে তদন্তে বলো নেমেছে পুলিশ।