নিজস্ব সংবাদদাতা : চাকরি হারানোদের আন্দোলন ঘিরে রাজ্যজুড়ে উত্তেজনার মাঝেই উঠে এল চাঞ্চল্যকর অভিযোগ। নারায়ণগড়ের তৃণমূল বিধায়ক দাবি করেছেন, এই আন্দোলনের আড়ালে বিজেপি ও সিপিএমের পাশাপাশি মাওবাদীরাও সক্রিয় হয়ে উঠছে।তাঁর দাবি, "চাকরি হারানোদের ন্যায্য দাবি থাকতেই পারে। কিন্তু সেই দাবিকে ভিন্ন পথে ঘুরিয়ে দিচ্ছে কিছু চক্র। আন্দোলনের নামে যেভাবে সহিংসতা বা বিশৃঙ্খলা হচ্ছে, তা শুধু রাজনৈতিক নয়, এর পেছনে মাওবাদীদেরও হাত রয়েছে।" যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক কিছু ঘটনার দিকে ইঙ্গিত করে তিনি বলেন, "কারা তোল্লাই দিচ্ছে, সেটা যাদবপুর কাণ্ড দেখলেই স্পষ্ট বোঝা যায়।"
/anm-bengali/media/media_files/2025/04/11/1000185252-123530.webp)
তাঁর বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন বিতর্ক। বিরোধীরা ইতিমধ্যেই এই মন্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছে। বিজেপি এবং সিপিএম দুই দলই এই অভিযোগকে "রাজনৈতিক অপপ্রচার" বলে আখ্যা দিয়েছে। তবে রাজ্য প্রশাসন বা পুলিশের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি।